দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন পূর্ণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ উপলক্ষে এক সমাবেশে অংশ নিয়ে তিনি নিজের সফলতা তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষের তীব্র সমালোচনা করেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রের মিশিগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ট্রাম্প জানান, তার প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে ‘গভীর পরিবর্তন’ আনার জন্য কাজ করছে। এ সময় তিনি পূর্বসূরি জো বাইডেনকে উপহাস করেন এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের সমালোচনা করেন। পাশাপাশি, তার জনপ্রিয়তা হ্রাস সংক্রান্ত জনমত জরিপগুলোকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেন।
অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সফলতা তুলে ধরলেও চলমান বাণিজ্য যুদ্ধের কারণে অর্থনীতির চ্যালেঞ্জের কথা স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা সবে শুরু করেছি, এখনও অনেক কিছু দেখার বাকি।’
যুক্তরাষ্ট্রের অটোমোবাইল শিল্পের প্রাণকেন্দ্র মিশিগানে ট্রাম্প দাবি করেন, গাড়ি নির্মাতারা নতুন কারখানা স্থাপনের জন্য ‘লাইন দিয়ে দাঁড়িয়ে আছে’। বিদেশি গাড়ি ও যন্ত্রাংশের ওপর শুল্ক শিথিল করার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, মার্কিন গাড়ি নির্মাতাদের মূল্যবৃদ্ধির আশঙ্কা দূর করতেই এই পদক্ষেপ।
এদিকে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি (ডিএনসি) ট্রাম্পের প্রথম ১০০ দিনকে ‘ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছে এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য তাকে দায়ী করেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply