ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। প্রতিবারের ন্যায় এবারও ঈদের ছুটিতে পরিবারের সবার সঙ্গে সুন্দর আর বিশেষ কিছু মুহূর্ত কাটিয়েছেন তিনি। ভাবনা পরিবারকেন্দ্রিক একজন মানুষ। তাঁর ঈদও কাটে পরিবারকে ঘিরেই। এজন্য পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেন ভাবনা। কিন্তু ঈদের ছুটি শেষে ফের পড়াশোনায় মনোনিবেশের চেষ্টায় এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক পাতায় বেশ সরব এই অভিনেত্রী। নিয়মিত পোস্টও করছেন। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি ছবি পোস্ট করে ক্যাপশনে ভাবনা লিখেছিলেন, ‘ঈদের ছুটি শেষ হলো। অনেকদিন পড়াশোনার সাথে যোগাযোগ নেই , আজ থেকে মনোনিবেশ এর চেষ্টা।’
প্রসঙ্গত, ‘নট আউট’ নাটকের মধ্যদিয়ে শোবিজে পা রাখেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এরপর কাজ করেছেন একাধিক নাটকে, হয়েছেন প্রশংসিত। নাম লিখিয়েছেন সিনেমাতেও। ‘ভয়ংকর সুন্দর’র মধ্যদিয়ে সিনেমায় তার আত্মপ্রকাশ।
২০২২ সালে ইংল্যান্ডের রেক্সহ্যাম গ্লিন্ডার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন এ অভিনেত্রী।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply