অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ মানেই ভিন্ন কিছু। সঙ্গীতপ্রেমীদের জন্য সারা বছরই নতুন নতুন গান-ভিডিও প্রকাশ করে জি-সিরিজ। তবে বিশেষ দিবস বা উৎসবকে ঘিরে থাকে জি সিরিজের বর্ণাঢ্য আয়োজন। আর রোজার ঈদে সেই আয়োজনের পরিধি যেন ছাড়িয়ে যায় সব সীমানা।
রীতিমতো গান-মিউজিক ভিডিও, নাটক, সিনেমার জমকালো আয়োজনে উৎসবময় হয়ে ওঠে জি-সিরিজ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবার প্রায় ১৫০টির মতো নতুন গান, দেড় ডজন নাটক ও হাফ ডজন সিনেমা উন্মুক্ত হচ্ছে ঈদের বিশেষ আয়োজনে।
নতুন গানের মধ্যে উল্লেখযোগ্য কিছু গান হচ্ছে— কিশোর পলাশ এর ‘যামুগা রো পাগলা’, জেনস সুমন এর ‘সুস্মিতা’, শেখ মহসিনের ‘উদলা গাঙ্গের জল’, মমিন বিশ্বাস এর ‘একবার ভাব তুমি’, সালমা এবং জুয়েল এর ‘বরবাদ’, আরমান আলীর ‘জোসনা পতি’, সালমা ও রাজুর ‘মায়া লাগেরে’, মুনিয়া মুনের ‘কালো ককিল’, ওয়েস্টান মিলন এর ‘আমার ভিতর আল্লাহ’, ওয়াসিম পাগলের ‘তোমর রূপের কত তেজ’, মিফতা জামান এর ‘ঝুঁকি’, পার্থ বরুয়ার ‘সহজলভ্য নয়’, এস আই টুটুলের ‘ষোল আনা’, হৃদয়ের ‘হিমালয় থেকে’, লোপা ও এমএস রানার ‘দু চোখের পাতায়’, রুবেল এর ‘যদি সব ভুলে’, নিলা রাজের ‘ননদিনী রে’, কাজী কানির ‘গ্রুপি’, এসপি সুদিপ এবং এক্স এমআর ম্যান দির ‘বেদের মেয়ে ২.০’, ল্যালন ব্যান্ড বাউল এক্সপ্রেস এর ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’, বাপ্পি মাসকুর রহমানের ‘দুনিয়া সুন্দর’, দোলান এম এর ‘ভালোবাসা চিরচেনা নয়’, বাউল এক্সপ্রেস ব্যান্ড এর ‘খাজা বাবা’, সুজিত মোস্তফার ‘আমি আছি আমি থাকবো’ ইত্যাদি।
ঈদ উপলক্ষ্যে জি সিরিজের উল্লেখযোগ্য কিছু নাটকের মধ্যে রয়েছে— মারুফ হোসেন সজীব পরিচালিত ইয়াশ রোহান ও তানশিল তিশার ‘খুশি’, পথিক সাধন পরিচালিত খাইরুল বাশার ও কেয়া পায়েল এর ‘যা চলছে আরকি’, মহিদুল মহিম পরিচালিত ‘কী ভুল ছিল আমার’, মাহমুদ মাহিন এর ‘হ্যাপা’, পথিক সাধন পরিচালিত আরশ খান ও তাসনুভা তিশার ‘Love To Hate You’, সাগর জাহান পরিচালিত জোবান, আরশ খান, সমাপ্ত, দিশার ‘ভালোবাসার নাম মিসিলিপি’, রুবেল আনুশ পরিচালিত মুশফিক আর ফারহান ও আইশা খানের ‘দহন’, আলিমুজ্জামান পরিচালিত, আরশ খান, সুনাইরা বিনতে কামাল এর ‘পূর্ণতা’, রাফাত মজুমদার রিংকু পরিচালিত, তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল এর ‘প্রহর’, রাফাত মজুমদার রিংকু পরিচালিত, ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীর ‘কাছে আসার সময় পথিক সাধন পরিচালিত খায়রুল বাশার ও শার্লিন ফারজানার ‘ভালোবাসা ভালো রাখার উপায়’ মীর আরমান হোসেন পরিচালিত জোভান ও সাদিয়া আয়মান এর ‘ডাক্তার আদনান’, তন্ময় খান পরিচালিত তারভির ও সামন্তি সৌমি এর হৃদয়হীনা ইত্যাদি।
এছাড়া ঈদ উপলক্ষ্যে জি সিরিজের বাংলা মুভি ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক ইয়াশ রোহান ও চিত্রনায়িকা ঐশী অভিনীত এবং আবু তৌহিদ হিরন পরিচালিত ‘আদম’, চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা বুবলি অভিনীত এবং জসীম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া দ্যা লাভ’ চিত্রনায়ক রনোক হাসান ও চিত্রনায়িকা মৌসুমী হামিদ অভিনীত এবং সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ইত্যাদি। এছাড়াও আরও কয়েকটি সিনেমা ঈদ আয়োজনে মুক্তি পাবে বলে জানা গেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply