বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের নিয়ে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল। দলটির নাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হিসেবে চূড়ান্ত করা হয়েছে। দলটির আত্মপ্রকাশ হচ্ছে আজ শুক্রবার বিকেলে। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের সামনে সারি সারি করে আমন্ত্রিত অতিথির জন্য চেয়ার সাজিয়ে রাখা হয়েছে। এবার অপেক্ষা ছাত্র-জনতার।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে এমন দৃশ্য দেখা গেছে। দেখা যায়, মঞ্চের পেছনে সাংবাদিকদের জন্য মিডিয়া পাস দেওয়া হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা মানিক মিয়া এভিনিউয়ে হাজির হয়েছেন। তবে, সে সংখ্যা খুবই কম। মঞ্চের আশপাশে বেড়া নির্মাণে অনেককে দেখা গেছে। গণমাধ্যমকর্মীর সংখ্যাও কম নয়। একজন গণমাধ্যমকর্মী রসিকতার সঙ্গে বলছিলেন, আপাতত নেতাকর্মীর চেয়ে সাংবাদিক বেশি। তবে, জুমার নামাজের পর প্রচুর লোক এখানে আসবে বলে মনে হচ্ছে, প্রস্তুতিও নেওয়া হচ্ছে সেভাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাইমুর রহমান। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘মোটামুটি সবাই জুমার পরপরই এখানে চলে আসবেন। আমাদের রাজধানীসহ সারা দেশ থেকে লোক আসছেন। আজকে আমাদের প্রচুর জনসমাগম করার চিন্তা রয়েছে। সেভাবেই সব কার্যক্রম চলছে।’
অন্যদিকে সাতক্ষীরা থেকে কয়েকজন এসেছেন এ অনুষ্ঠানে যোগ দিতে। তাদের একজন শরিফুল ইসলাম বলেন, ‘আমরা ভোরেই ঢাকায় এসে পৌঁছেছি। আমাদের জেলা থেকে আরও লোকজন আসছেন। আশা করছি, মানিক মিয়া এভিনিউ কানায় কানায় ভরে উঠবে।’
আজ বিকেল তিনটার দিকে মানিক মিয়া এভিনিউয়ের এই মঞ্চ থেকেই নতুন দলের যাত্রা শুরু হবে।
জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা জয়নাল আবেদীন শিশির বলেন, মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে মিডিয়া পাস প্রদর্শন করতে হবে। এ ছাড়া দুপুর ১২টার পর শুধু মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম দিকের প্রবেশপথ (আড়ংয়ের দিকে) দিয়ে মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করা যাবে। দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ বন্ধ করে দেওয়া হবে।
নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে থাকছেন আখতার হোসেন। এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply