সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেলো ওয়ালটন রাজধানীতে ডা. মো. নুরুল আমিন তামিজী স্মরণসভা ইউনিয়ন ব্যাংক পিএলসি এর নবগঠিত পরিচালনা পর্ষদের ৪৬তম সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ঢাকার জোন ও কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত নড়াইলের নড়াগাতীতে পানিতে ডুবে দুই জন শিশুর মৃত্যু  আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ বালু উত্তোলন অব্যাহত, নদীভাঙনের শঙ্কা আইনানুগ, সংবিধানসম্মত ও নৈতিক যুক্তিনির্ভর পোষ্য কোটা সংরক্ষণে রেল সচিব ও ডিজি’র কাছে পোষ্য সোসাইটির আবেদন এইচএসসি পাসে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ জোড়া গোল করার ধারাবাহিকতা ধরে রাখলেন মেসি ডলারের দাম এক সপ্তাহে কমলো ২ টাকা ৯০ পয়সা

বিএনপির বর্ধিত সভায় যোগ দিয়েছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

দীর্ঘ সাত বছর পর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বর্ধিত সভা শুরুর কথা থাকলেও, শুরু হতে বিলম্ব হচ্ছে। তবে ইতোমধ্যে আমন্ত্রিত নেতাকর্মীরা সভাস্থলে এসেছেন।

অনুষ্ঠান সূচিতে রয়েছে—প্রথম অধিবেশন সকাল ১০টায় নেতাদের আসন গ্রহণ। বেলা ১১টায় সভাপতির আসন গ্রহণ। বেলা ১১টা ১০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া, বেলা ১১টা ১৫ মিনিটে গত ১৬ বছরে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং দলের প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে এক মিনিট নীরবতা পালন।

বেলা ১১টা ২০ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বর্ধিত সভায় স্বাগত ভাষণ দিয়েছেন। বেলা ১১টা ৪৫ মিনিটে সভার সভাপতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধনী ভাষণ দেবেন।

উদ্বোধনী ভাষণের পর উপস্থিত নেতারা বক্তব্য দেবেন। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে জোহরের নামাজ ও দুপুরের খাবারের জন্য বিরতি থাকবে। দ্বিতীয় অধিবেশন দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। অবশিষ্ট নেতারা বক্তব্য দেবেন। সন্ধ্যা ৬টায় মাগরিবের নামাজের জন্য আধা ঘণ্টা বিরতি। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আবারও বক্তব্য দেবেন আমন্ত্রিত নেতারা। এরপর সভায় গৃহীত প্রস্তাবনাগুলো উপস্থাপন ও অনুমোদন করা হবে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সভাপতির সমাপনী ভাষণ শুরু হবে।

বিএনপির এ বর্ধিত সভায় দুটো সেশন থাকবে। প্রথম সেশনে তারেক রহমান ও মির্জা ফখরুলের বক্তব্য দেওয়ার পাশাপাশি একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হবে। এতে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক রাজনীতির জন্য ত্যাগ, জুলাই অভ্যুত্থানের চিত্র তুলে ধরাসহ বিএনপির গণতান্তিক আন্দোলনের চিত্র দেখানো হবে বলে জানা গেছে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের চলমান রাজনীতি ও নির্বাচন নিয়ে বিএনপি নেতাকর্মীদের ভাবনা নিয়ে বর্ধিত সভায় আলোচনা হবে। তাদের কথা শুনতে হবে। এরপর দলীয় সিদ্ধান্ত নিতে হবে।

সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবেরা অংশ নেবেন।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া নেতাদেরও সভায় উপস্থিত থাকার জন্য দলীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বিএনপির সর্বশেষ বর্ধিত সভা হয়েছিল ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার হোটেল লা মেরিডিয়েনের মিলনায়তনে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি জেলে যাওয়ার চার দিন আগে অনুষ্ঠিত ওই সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্ব করেন। বর্তমানে খালেদা জিয়া বর্তমানে লন্ডনে বড় ছেলে তারেক রহমান বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS