শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

ইউনিয়ন ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে জনাব মোঃ আলী রেজা এর যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ ব্যাংকিং এবং নন-ব্যাংকিং আর্থিক খাতে দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যাংকার জনাব মোঃ আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ, ডিএআইবিবি শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যোগদান করেছেন। চতুর্থ প্রজন্মের শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি’তে যোগদানের পূর্বে জনাব রেজা স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সিএফও হিসেবে কর্মরত ছিলেন।

জনাব মোঃ আলী রেজা ১৯৯৮ সালে সোনালী ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর কর্ম জীবন শুরু করেন। শাখা ব্যাংকিং কার্যক্রম, এসএমই অর্থায়ন, কর্পোরেট ক্রেডিট, প্রজেক্ট ফাইন্যান্স, বৈদেশিক বাণিজ্য অপারেশন এবং সেন্ট্রাল অ্যাকাউন্টসে তাঁর কর্মদক্ষতার জন্য স্বীকৃতি লাভ করেন। তিনি ব্যাংকের কৌশলগত আর্থিক পরিকল্পনা, বাজেট, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং এ রুপান্তর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও জনাব রেজা তাঁর কর্মজীবনে ঝুকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান, কোম্পানি সেক্রেটারি এবং শরীয়াহ্ সেক্রেটারি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন।

জনাব রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রী অর্জন করেন এবং ওহংঃরঃঁঃব ড়ভ পড়ংঃ ধহফ গধহধমবসবহঃ অপপড়ঁহঃধহঃং ড়ভ ইধহমষধফবংয (ওঈগঅই) এর ফেলো সদস্য ও অপপড়ঁহঃরহম ধহফ অঁফরঃরহম ঙৎমধহরুধঃরড়হ ভড়ৎ ওংষধসরপ ঋরহধহপরধষ ওহংঃরঃঁঃরড়হং (অঅঙওঋও), ইধযৎধরহ এর সদস্য।

এছাড়াও জনাব মোঃ আলী রেজা, আর্থিক কৌশল, ট্যাক্স প্লানিং এবং ম্যানেজমেন্ট, বাজেটিং, কষ্ট ম্যানেজমেন্ট, মুনাফা অর্জন ক্ষমতা বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেজারি ম্যানেজমেন্ট, বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং (বিপিআর) এবং কর্পোরেট ফাইন্যান্স সহ অন্যান্য খাতে কাজ করার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। পেশাগত দক্ষতাবৃদ্ধিকল্পে তিনি সৌদিআরব, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, থাইল্যান্ড এবং ভারত ভ্রমণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS