নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে হত্যাসহ বিভিন্ন মামলায় জড়িত আসামিদের গ্রেফতার করা হয়।
অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামি মোঃ গিয়াস উদ্দীন (৬০) ও তার ছেলে মোঃ পলাশ (৩০), দস্যুতা মামলার আসামি মোঃ সাহাবুল হক সাবু (৫২), সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ সন্টু আলী (৩৫) এবং রশিদা (৪৯), ফৌঃকাঃবিঃ ১৫১ ধারায় মোঃ আবজাল হোসেন (৩৫) ও মোঃ আরিফিন জোয়ার্দ্দার (২৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃত গিয়াস উদ্দীন ও পলাশ চুয়াডাঙ্গার পারআলমডাঙ্গা গ্রামের বাসিন্দা। দস্যুতা মামলার আসামি সাহাবুল হক গোবিন্দপুর মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। সাজাপ্রাপ্ত আসামি সন্টু আলী কামালপুর মণ্ডলপাড়া গ্রামের এবং রশিদা কাটাভাঙ্গা গ্রামের বাসিন্দা। ফৌঃকাঃবিঃ ১৫১ ধারায় গ্রেফতারকৃত আবজাল হোসেন ও আরিফিন জোয়ার্দ্দার যথাক্রমে কোটপাড়া ও পোলতাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানার পুলিশের এই সফল অভিযান এলাকায় প্রশংসিত হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply