তুরস্কের ইস্তানবুলে গত তিনদিনে ভেজাল মদ পানে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর দেশটির কর্তৃপক্ষ ভেজাল পানীয় জব্দে অভিযান জোরদার করেছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভেজাল মদপানের কারণে আরও ৪৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এবিসি বলছে, তুরস্কে নকল মদ পানে সম্প্রতি মৃত্যুর ঘটনা বেশ বেড়েছে। দেশটিতে মদের দাম ক্রমাগত বাড়তে থাকে অনেকে বিকল্প হিসেবে ভেজাল মদের দিকে ঝুঁকছে। গত বুধবার নকল মদ বিক্রির দায়ে ছয়জনকে আটক করেছে দেশটির পুলিশ।
ইস্তানবুলের গভর্নরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে বিভিন্ন অভিযানে ২৯ টন ভেজাল মদ জব্দ করা হয়েছে। এ ছাড়া ভেজাল মদ বিক্রির দায়ে ৬৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যারা নকল মদ তৈরি বা বিক্রি করে আমাদের কয়েক ডজন নাগরিকের মৃত্যু ঘটায় তাদের আমরা সন্ত্রাসীদের থেকে আলাদা বলে মনে করি না। এসব ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply