মুম্বাইয়ের নিজ বাড়িতে ছুরিকাঘাতের শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। তবে তাঁর স্ত্রী কারিনা কাপুর খান ও তাঁদের সন্তানরা নিরাপদে আছেন। সাইফকে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে। তিনি লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে।
গতকাল বুধবার মধ্যরাতে চুরির চেষ্টার সময় এ ঘটনাটি ঘটে। ঘরে ভেতর প্রবেশ করা অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীকারীকে সাইফ আলি খান বাধা দেওয়ার চেষ্টা করলে তার সঙ্গে ধস্তাধস্তি হয়। তখন ছুরিকাঘাতে আহত হন তিনি। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
সাইফের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সাইফের হাতে আঘাতের কারণে অস্ত্রোপচার চলছে। কারিনা কাপুর খান ও তাদের দুই সন্তান নিরাপদে আছেন। সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করার পাশাপাশি বিষয়টি নিয়ে কোনো গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে বিষয়টি তদন্ত করছে বলেও জানানো হয়।
এ ঘটনায় মুম্বাইয়ের বান্দ্রা থানায় এজাহার করা হয়েছে। পুলিশ বলছে, দুষ্কৃতীকারী একজনই ছিল এবং সে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ঘটনার বিষয়ে তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে একজন আহত।
লীলাবতী হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, সাইফ আলি খানের আঘাত গুরুতর হলেও তিনি এখন আশঙ্কামুক্ত।
তবে হামলার সময় করিনা বাড়িতে ছিলেন কি না, তা স্পষ্ট নয়। কারণ ঘটনার সময় বন্ধু রিয়া কাপুর, সোনম কাপুর এবং বোন কারিশমা কাপুরের সঙ্গে ডিনারে ছিলেন কারিনা। করিশ্মা ডিনারের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন কারিশমা।
সম্প্রতি সন্তানদের নিয়ে সুইজারল্যান্ড থেকে মুম্বাইয়ের বাড়িতে ফিরেছেন সাইফ ও কারিনা দম্পতি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply