একই মঞ্চে পঞ্চ কবির
স্বপ্ন ছবি সুনজর,
ঢেউ খেলে যায় রক্ত অরুণ
কেউ দিবেন না কুনজর।
রত্ন গর্ভা গাজীপুরের
গর্বে ভরা ইতিহাস,
শাল গজারীতে ভরপুর
ভাওয়াল রাজার প্রীতিচাষ।
সুনজরের সুনজরই
দৃষ্টি হারা মনের,
হতে পারে কৃষ্টি আলো
স্বপ্ন জনগণের।
দলাদলির উর্ধ্বে থেকে
চলতে সবাই একসাথে,
সকল দ্বন্দ দূরে ঠেলে
কেউ যেও না সংঘাতে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply