ষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বাবা ডাকতেও রাজি আছেন জয়। এমন নানা কথার কারণে প্রায়ই খবরের শিরোনাম হয়েছে এই উপস্থাপক।
এদিকে, অভিনয় ক্যারিয়ারে ২৫ বছর পার করেছেন শাহরিয়ার নাজিম জয়। যা জানিয়েছেন তিনি নিজেই। আজ সোমবার এক ফেসবুকবার্তায় এই অভিনেতা বলেন, ‘অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করলাম। নানান উত্থান-পতন সাফল্য এবং ব্যর্থতায় যা অর্জিত হয়েছে তা হচ্ছে অভিজ্ঞতা। মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের অজস্র অভিমান। আহ যদি শুধু অভিনেতাই হতে পারতাম! তাহলে হয়তো শুধু ভালোবাসাটাই পেতাম।’
তিনি আরও বলেন, ‘অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরও মধুর হতো। এক জীবনে শত জীবনের বৈচিত্র নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোনো কাজে নেই। আমি এখন জিম্মি। বলেন তো জিম্মি কি?’
জয়ের এই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। আবার কেউ অভিনন্দন জানানো পাশাপাশি করেছেন সমালোচনাও।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply