রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

ছাত্র-জনতার আন্দোলনে নিহত আরও ৬ মরদেহ শনাক্তের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত এমন আরও ছয়জনের মরদেহের সন্ধান মিলেছে ঢাকা মেডিকেলের ফরেনসিক মর্গে। মরদেহ ছয়টির পরিচয় শনাক্ত করা যায়নি। এর মধ্যে একজনের নাম এনামুল বলে জানা গেছে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল বিষয়ক সম্পাদক জাহিদ আহসানের পাঠানো এক বার্তায় এমনটা জানানো হয়।

বার্তায় দাবি করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল, তাদের অনুসন্ধানে ঢাকা মেডিকেলে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছয়টি অশনাক্তকৃত লাশ আছে বলে জানতে পারে। আজ সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় গমন করে এবং শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ছয়টি লাশ এখনো হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন।

লাশগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে আরও বলা হয়, লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে আছে। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে লাশগুলো পরিদর্শন করে।

বার্তায় বলা হয়, লাশগুলো হলো অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা নারী (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০), এনামুল (২৫)। লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত কারণে মৃত্যু’। একজনের (এনামুল) মৃত্যুর কারণ হিসেবে ‘ডিজিস্ট ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’ লেখা হয়েছে।

বার্তায় বলা হয়, মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে, লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের। তবে কবে ও কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা স্পষ্ট করা হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ লাশগুলো পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলা হয়, উল্লিখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন, তবে তার পরিবারের সদস্যদের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে 01621324187 নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS