নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার দমদমা গ্রামে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মোঃ বিপুল হোসেন (২৫) গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে লোহার রড ও কাঠের বাটামের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের দমদমা গ্রামের মোঃ আলমগীর হোসেন (৩৫), তার স্ত্রী মোছাঃ জাহান্নারা খাতুন (৩২) এবং মোঃ মিনাজ উদ্দীন (৫০) দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদক টাপেন্ডাডল বিক্রি করে আসছিলেন। এলাকাবাসীর একাধিকবার নিষেধ করার পরও তারা তাদের কার্যক্রম চালিয়ে যান।
২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১১টার দিকে মোঃ বিপুল তাদের মাদক বিক্রি করতে দেখে বাধা দিতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড ও কাঠের বাটাম নিয়ে বিপুলের ওপর হামলা চালায়। এতে তার বাম হাত এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।
সংঘর্ষ চলাকালে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। উপস্থিত মোঃ হাসান আলী, মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ সাইফুলসহ আরও অনেকে বিপুলকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
অন্যদিকে, অভিযুক্ত আলমগীর হোসেন ও তার স্ত্রী জানিয়েছেন, তারা মাদক বিক্রির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের দাবি, হাসান নামের এক ব্যক্তির সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে বিপুল তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
আহত বিপুল আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ শুরু করেছে।
দমদমা গ্রামে এই সংঘর্ষের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িত অপরাধ নির্মূলে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply