জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গান গাইছেন রাহাত ফতেহ আলী খান। আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টেও গান গাইবেন তিনি।
মিরপুরের অনুষ্ঠানে গান গাইতে ৩ কোটি ৪০ লাখ টাকা, মার্কিন মুদ্রায় যা প্রায় ২ লাখ ৮৬ হাজার ডলার পারিশ্রমিক নেবেন এই শিল্পী।
শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় পারফরম্যান্স ফি হিসেবে রাহাত ফতেহ আলী খানকে এই টাকা দেয়ার সিদ্ধান্ত অনুমোদন হয়েছে।
সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় তিনটি অনুষ্ঠানের জন্য টাইটেল স্পনসর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এ বাবদ বিসিবিকে তারা দেবে ৪ কোটি টাকা, যার প্রায় পুরোটাই যাবে রাহাত ফতেহ আলীর পেছনে।
মিউজিক ফেস্টের প্লাটিনাম টিকিটের মূল্য ধরা হয়েছে ৮ হাজার টাকা, গোল্ড ৬ হাজার, সিলভার ৪ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার ৫০০ ও ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply