লিটারে ৮টাকা দাম বাড়ানোর ৯দিন পরও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়ার পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী। ব্যবসার ক্ষেত্রটি বেশ জটিল। এই জটিল জিনিস ভাঙা বেশ কঠিন।
বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
বৈঠক থেকে বের হয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘আজ চাল, ডাল, মসুর ডাল, সয়াবিন তেল, সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। মোটামুটি যেগুলো আসছে, আমরা যাচাই-বাছাই করে অনুমোদন দিচ্ছি। অনেকগুলো ক্রয় সংক্রান্ত অনুমোদন দিলাম কিন্তু এককভাবে টাকার অঙ্ক খুব একটা বেশি না। আগে অনেক সময় দেখা যেত বিরাট-বিরাট কিছু, সেগুলো এখন যেটা আসবে আমরা যাচাই-বাছাই করে দেবো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply