রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের ২৫০ সেনা নিহত টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ একদিনে আরও ৩ জনের করোনা শনাক্ত জামায়াতের আমিরের সঙ্গে বিদেশি প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ পরীক্ষায় নকল করলেই ৪ বছর নিষিদ্ধ মাধবপুর মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম আটক স্ট্যান্ডার্ড ব্যাংক-এর ১১তম এমটিও ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের উদ্যোগে “বাংলাদেশ ব্যাংক কম্প্রিহেনসিভ ইনস্পেকশন কমপ্লায়েন্স” শীর্ষক বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লুকিয়ে রাখা বাচ্চা আমার কাছে পৌঁছে দিলে ২০ হাজার ডলার দেব: তিশা গ্লোবাল সুপার লিগে খেলবেন সাকিব আল হাসান

সোনার দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

দেশের বাজারে বাড়েছে সোনার দাম। সব থেকে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে এবার সর্বোচ্চ দুই হাজার ৮৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (১৯ ডিসেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত ১৪ ডিসেম্বর সোনার দাম কমানো হয়। তখন ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৭৩ টাকা কমানো হয়েছিল। আজ (১৮ ডিসেম্বর) দাম বাড়ানোর ঘোষণা দেওয়ায় আগামীকাল (বৃহস্পতিবার) সব থেকে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে এক লাখ ৪০ হাজার ৫৮৬ টাকা।

প্রতি ভরি ২১ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ১৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৪ হাজার ৪৭৮ টাকা।

তবে অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী- ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS