সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান জুলাইয়ে রেমিট্যান্স আসছে ৩০ হাজার কোটি টাকা লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় জালিয়াতি: বিএনপি সভাপতিসহ তিন নেতার পরীক্ষা বাতিল প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নেতা আবুল হাসানের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ৪৯তম সভা অনুষ্ঠিত মাদক নিরাময় কেন্দ্র ‘বীকন’-এর বিরুদ্ধে অভিযোগ, নাজরাতান নাঈম রাতুল বাঁচতে চায় নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের বেনাপোল শাখা বিজিআইসি’র মুখ্যনির্বাহী কর্মকর্তার পুনর্নিয়োগ এমটিও দের জন্য ’ফাউন্ডেশন ট্রেনিং কোর্স’ এর আয়োজন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক

হরর থ্রিলারে শাহরুখ খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

বলিউডে প্রথমবারের মতো হরর থ্রিলার ঘরানায় অভিনয়ের গুঞ্জনে মুখরিত শাহরুখ খান ভক্তরা। চলচ্চিত্র নির্মাতা আদিত্য সর্পোতদার তার নতুন সিনেমা ‘হেরেটিক’-এর জন্য কিং খানকে আদর্শ পছন্দ বলে মন্তব্য করেছেন। সিনেমাটি হবে একটি বড় বাজেটের হরর থ্রিলার, যেখানে প্রচুর ভিএফএক্সের ব্যবহার থাকবে।  

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, সর্পোতদার সম্প্রতি এক আলোচনায় বলেছেন, ‘শাহরুখ খানের ক্যারিশমা এবং চরিত্রের গভীরতা তাকে হরর থ্রিলার ঘরানার জন্য নিখুঁত পছন্দ বানিয়েছে।’ এই মন্তব্যের পর থেকেই ধারণা করা হচ্ছে, ‌‘হেরেটিক’-এ শাহরুখকে দেখা যেতে পারে। যদিও সর্পোতদার সরাসরি এ বিষয়ে কিছু জানাননি।  

নিজের আসন্ন প্রকল্প সম্পর্কে সর্পোতদার বলেন, ‘হেরেটিক’ একটি ভৌতিক ও সাসপেন্সধর্মী গল্প নিয়ে তৈরি হচ্ছে। তার মতে, জটিল আবেগ এবং রহস্যময় চরিত্র ফুটিয়ে তুলতে শাহরুখের দক্ষতা অসাধারণ। তিনি মনে করেন, শাহরুখের উপস্থিতি সিনেমার ভৌতিক আবহ এবং থ্রিলার ঘরানার গভীরতা আরও বাড়িয়ে তুলবে।  

এছাড়া, সর্পোতদার আরও বলেন, ‘হেরেটিক’ বলিউডের হরর থ্রিলার ঘরানায় নতুন দিগন্ত উন্মোচন করবে। শাহরুখ খান যদি সিনেমাটিতে যুক্ত হন, তবে তা এই ঘরানার জন্য একটি বড় সাফল্য হয়ে উঠবে। তবে এখনও শাহরুখের এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।

‘হেরেটিক’ সিনেমার প্রাক প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। সর্পোতদার বড় বাজেটের এই প্রকল্পের মাধ্যমে বলিউডে হরর থ্রিলারের একটি নতুন মাত্রা যোগ করার প্রত্যাশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS