রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

সনি-স্মার্ট নিয়ে এলো ইয়ার এন্ড সেলে আকর্ষণীয় সব অফার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ প্রযুক্তি খাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও জাপানের সনি’র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট) নিয়ে এলো আকর্ষণীয় ইয়ার এন্ড সেল ক্যাম্পেইন— ‘মাইন্ড ব্লোয়িং ডিলস, আনবিটেবল প্রাইস’। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সনি-স্মার্টের নিজস্ব বিক্রয় কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে এই বিশেষ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (প্রাঃ) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি-স্মার্ট মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে রিকি লুকাস বলেন, “বাংলাদেশে সনি পণ্যের জনপ্রিয়তা এবং গ্রাহক-আস্থার প্রতিশ্রুতি হিসেবে বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর –  সনি-স্মার্ট নিয়ে এসেছে এই বিশেষ ক্যাম্পেইন। এই আয়োজনে মাইন্ড ব্লোয়িং ডিলস, আনবিটেবল প্রাইস এর পাশাপাশি থাকছে বেশকিছু চমকপ্রদ উপহার। সর্বোত্তম সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে জি-ফাইভ নীতির ভিত্তিতে নিজেদের সেবাকে আরও উন্নত করতে সনি-স্মার্ট প্রতিশ্রুতিবদ্ধ।” সারোয়ার জাহান চৌধুরী বলেন, “সনি-স্মার্ট-এর ‘মাইন্ড ব্লোয়িং ডিলস, আনবিটেবল প্রাইস’ ক্যাম্পেইনটি সম্মানিত ক্রেতাদের জন্য সনি-স্মার্ট এর পণ্য ক্রয়ের সর্বশ্রেষ্ট আকর্ষণীয় সুযোগ। আমাদের লক্ষ্য প্রতিটি ক্রেতার কাছে সনি-স্মার্টের মানসম্পন্ন পণ্য ও সেবার অভিজ্ঞতা পৌঁছে দেওয়া, যা তাদের সন্তুষ্টি ও আস্থাকে আরও সদৃঢ় করবে।”

সনি-স্মার্টের পক্ষ থেকে জানানো হয়, এই ইয়ার এন্ড সেলে মডেল ভেদে সনি ব্রাভিয়া টিভি ও সনি মিউজিক সিস্টেম এর সাথে অত্যন্ত আকর্ষণীয় শীতকালীন সনি প্রিমিয়াম জ্যাকেট; সনি ব্রাভিয়া টিভি ও স্মার্ট গুগল টিভি এর সাথে চরকি, হইচই ও টি-স্পোর্টসের ৬ মাসের সম্পূর্ণ ফ্রি স্ট্রিমিং সাবস্ক্রিপশন; স্মার্ট এয়ার মাউস, পাওয়ার ব্যাঙ্ক, বাংলা কারাওকে, ৫ তারকা হোটেল – ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় কাপল ডিনার সহ সনি-স্মার্ট এর সকল পণ্যেই থাকছে আকর্ষণীয় মূল্যছাড়ের পাশাপাশি কম্বো অফারে পণ্য ক্রয় ও বাহারি সব উপহার । এছাড়া ক্রেতারা পুরনো টেলিভিশন/ লেপটপ বদলে এক্সচেঞ্জ অফারে নতুন সনি ব্রাভিয়া টিভি কেনার সুযোগ; তাছাড়া ০% ইএমআই এবং জিপি স্টার ও নগদের ক্রেতারা ২৬% ছাড়ের  বিশেষ অফারও উপভোগ করতে পারবেন। সনি ও স্মার্ট টিভি ক্রেতারা পাবেন স্মার্ট স্পোর্টস একাডেমি’তে কারাতে ও বেডমিন্টন কোর্সের এডমিশনে ৫০%  মূল্যছাড়। এছাড়াও  প্রতিটি সনি ব্রাভিয়া ও স্মার্ট গুগল টিভি ক্রেতারা বিনা সুদে ৬ মাসের ইএমআইতে ৪টি ভিন্ন কনফিগারেশনের ১৬ দশমিক ৬ ইঞ্চির স্মার্ট ফ্লেয়ারেজ ল্যাপটপ ক্রয়ে বিশেষ সুবিধা পাবেন। যেমন মাত্র ৭,৮৭৫ টাকায় কোর আই থ্রি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন গ্রাহকরা।

উল্লেখ্য, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বিশ্বের প্রায় ১০০টি ব্র্যান্ডের পণ্য বাংলাদেশের বাজারে সরবরাহ করে। ২০২১ সালে সনি ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতের দায়িত্ব গ্রহণের পর থেকেই সনি-স্মার্ট ক্রেতাদের মাঝে এক আস্থা ও বিশ্বস্ততার নাম। বর্তমানে প্রতিষ্ঠানটির ২৫টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম এবং আড়াই হাজারের বেশি আইটি পার্টনার রয়েছে।ভবিষ্যতে শোরুম সংখ্যা ৫০-এ পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS