অভিনেত্রী তানজিকা আমিন বিয়ে করেছেন। ফেসবুক ভেরিফায়েড নিজের পেজ থেকেই তিনি জানিয়েছেন এই খবর। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে তার নিজ বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।
এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিয়ের ছবি প্রকাশ করেন।
নিজের বিয়ে প্রসঙ্গে তানজিকা হাসির ইমোজি সমৃদ্ধ পোস্টে লেখেন, ‘বেশ, আমি এটা করেছি—এখন কোনো সমর্থন নেই!’ তিনি আরও লেখেন, আমার মায়ের ব্রাইডাল শাড়ি চার দশক পর জীবিত হলো!
জানা গেছে, তানজিকার বর অস্ট্রেলিয়াপ্রবাসী। নাম সাইফ বাসুনিয়া। তিনি ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে বসবাস করছেন। ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে এ অভিনেত্রীর পরিচয়।
এরপর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। চলতি মাসেই বিয়ে পরবর্তী সব আনুষ্ঠানিকতা শেষ করার ইচ্ছে রয়েছে তানজিকার।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply