ঢাকার মঞ্চে আবারও ফিরলেন কার্ল মার্ক্স। মঞ্চস্থ হলো কার্ল মার্ক্সের তত্ত্বগুলোর প্রাসঙ্গিকতা নিয়ে লেখা নাটক ‘সোহোতে মার্ক্স’। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির দুইটি শো মঞ্চায়ন হয়। এর আগের দিন বৃহস্পতিবার একই মিলনায়তনে এই নাটকের ৩ দিনে টানা ৫ প্রদর্শনীর প্রথম শো মঞ্চায়ন হয়।
হাওয়ার্ড জিনের লেখা ‘মার্ক্স ইন সোহো’ থেকে নাটকটি বাংলায় অনুবাদ করেছেন জাভেদ হুসেন। নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। সংগীত, আলো, সেট ও দৃশ্য পরিকল্পনাও করেছেন তিনি। ‘বটতলা’ ও ‘যাত্রিক’ যৌথ প্রযোজনায় মঞ্চস্থ করেছে নাটকটি। আগামীকাল শনিবার মহিলা সমিতিতে নাটকটির আরও দুইটি প্রদর্শনী হবে। বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি দেখা যাবে বলে নাটকসংশ্লিষ্টরা জানিয়েছেন।
‘মার্ক্স ইন সোহো’ নাটকে মূলত দুটি বিষয় উঠে এসেছে। প্রথমটি, কার্ল মার্ক্সের নামে ছড়ানো ভুল ধারণাগুলো অপনোদন। দ্বিতীয়টি, এত বছর পরও পৃথিবীকে বুঝতে মার্ক্সের তত্ত্বগুলোর প্রাসঙ্গিকতা তুলে ধরা। নাটকে ভিন্ন এক কার্ল মার্ক্সের বয়ান তুলে ধরেছেন মার্কিন ইতিহাসবিদ, লেখক ও নাট্যকার হাওয়ার্ড জিন। কার্ল মার্ক্সের মৃত্যুর ১০০ বছরের বেশি সময় পরে তিনি এ নাটক লেখেন, যেখানে মার্ক্স তার নামে প্রচার হওয়া ভুল কথাগুলো শুধরে দিতে আসেন।
নাটকটিতে অভিনয় করেছেন হুমায়ুন আজম রেওয়াজ ও উম্মে হাবিবা। কোরিওগ্রাফি করেছেন নায়লা আজাদ ও উম্মে হাবিবা। সংগীত প্রয়োগে ছিলেন ইভা আফরোজ খান। পোশাক পরিকল্পনায় তাহমিনা সুলতানা মৌ। আলোক প্রক্ষেপণে মীর মোহাম্মদ বাদল। দৃশ্য সম্পাদনায় মারুফ রায়হান ও মাহবুব মাসুম। সহকারী মঞ্চ ব্যবস্থাপনা ও দৃশ্য প্রয়োগে নাজিফা তাসনিম খানম তিশা। গ্রাফিক ডিজাইন ইমরান হোসেন, মাহবুব মাসুম ও শাহনেওয়াজ ইফতি। প্রচারচিত্র নির্মাণে মাহবুব মাসুম ও শাহনেওয়াজ ইফতি এবং মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন বাপ্পি আমিন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply