নিজস্ব প্রতিবেদক :
নীলফামারীর সৈয়দপুরের ২৬ শে ডিসেম্বর ইন্ডিয়ান পরিষদ নির্বাচনে বাংগালীপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা, মোঃ শাহাজাদা সরকার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৫৮৫৫ ভোট, তার নিকটতম প্রার্থী মোঃ শাহিদুল হক বাবলু মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৪৪ ভোট।
কামারপুকুর ইউনিয়নে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা জনাব আনোয়ার হোসেন সরকার মোটরসাইকেল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫১৯০ ভোট, তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের মনোনীত জিকো আহাম্মেদ নৌকা প্রতীক য়ে পেয়েছেন ৪৮৯১ ভোট।
বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে আওয়ামী লীগের বহিস্কৃত নেতা জনাব মোঃ মনিরুজ্জামান জুন ৫৫২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ রওশন হাবিব অটোরিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৪৯ ভোট
খাতামধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোঃ মাসুদ রানা পাইলট মোটরসাইকেল প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৭৪০৫ ভোট । তার নিকটতম প্রার্থী মো: জুয়েল চৌধুরী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯৭৮ ভোট।
অনুরূপভাবে কাশীরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ লানচু হাসান চৌধুরী গোলাপ ফুল প্রতীক নিয়ে ৬৩৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনিরুজ্জামান বাদশা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮১১ ভোট।
সরেজমিনে দেখা যায় সর্বত্রই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের জয়জয়কার।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply