বিদায়ী সপ্তাহে (২৭ অক্টোবর-৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ২৭৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে টপটেপ গেইনার বা সর্বোচ্চ দরবৃদ্ধির তালিকায় আধিপত্য ছিলো শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানিগুলোর। সর্বোচ্চ দরবৃদ্ধি পাওয়া ১০ কোম্পানির তালিকায় ৬টিই ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৬ দশমিক ৩২ শতাংশ।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এস্কয়ার নিটের শেয়ারদর বেড়েছে ৩৪ দশমিক ৪২ শতাংশ। আর ৩২ দশমিক ৪ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে হামি ইন্ডাস্ট্রিজ।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা পাওয়ারের ২৫ দশমিক ৫৩ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২৫ দশমিক ২১ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ৭৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ১৯ শতাংশ, কেয়া কসমেটিকসের ২২ দশমিক ৪৫ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২০ শতাংশ এবং ঢাকা ডাইংয়ের ১৯ দমমিক ৮০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply