ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ঢাকার সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এসময়ের মধ্যে অধিভুক্তি বাতিল না করা হলে ঢাবি অচল করে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।
শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুল ইসলাম।
এসময় “শোনো ভাই শোনো বোন, ঢাবির কোনো শাখা নেই”, “অধিভুক্তির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “অধিভুক্তি বাতিল করো, ঢাবিকে মুক্ত করো”, “মেয়েদের জন্য হল নির্মাণ, অবিলম্বে করতে হবে” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ২০১৯ সালে আমরা প্রথম সাত কলেজ অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু শেখ হাসিনা সরকার ও তৎকালীন ভিসি অধ্যাপক আখতারুজ্জামান আমাদের এ দাবি মেনে নেননি। এখন ৭ কলেজের শিক্ষার্থীরাও আলাদা হতে চায়। তাহলে আবার কেন তাদের অধিভুক্ত রাখা হচ্ছে। আমাদের মেয়েদের জন্য হলে সিট নেই। মেয়েদের হল নির্মাণ না করে তারা কীভাবে বিশ্ববিদ্যালয়ের ভেতর ৭ কলেজের জন্য আলাদা ভবন করার কথা বলে।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিকুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন থেকে ৭ কলেজকে আলাদা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। কিন্তু তাদের টনক নড়ছে না। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, ৭ কলেজকে নাকি ঢাবির অধিভুক্তই রাখা হবে। আবার তাদের জন্য নাকি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে আলাদা প্রশাসনিক ভবন করা হবে। আমরা তাদের স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ঢাবি ক্যাম্পাসে যদি একটি ইটও গাঁথা হয়, সেটা হবে মেয়েদের হলের জন্য, অন্য কারো জন্য না।”
আশিকুল ইসলাম বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ৭২ ঘণ্টার সময় দিচ্ছি, এর মধ্যে যদি অধিভুক্তি বাতিল না করা হয় তাহলে ৭৩ ঘণ্টায় গিয়ে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেবো।”
তিনি বলেন, এ ৭২ ঘণ্টায় আমরা প্রতিটি শিক্ষার্থীর কাছে যাবো। গণসংযোগ করে সবাইকে সচেতন করো তুলবো। এরপরেও আমাদের দাবি না মানা হলে প্রয়োজনে ২০১৯ সালের মতো সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেবো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply