শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

আইন লঙ্ঘন: ১৪ প্রতিষ্ঠানকে বিএসইসির সতর্ক-জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

সিকিউরিটিজ সংক্রান্ত আইন লঙ্ঘনের কারণে চলতি বছরের সেপ্টেম্বরে ১৩টি প্রতিষ্ঠানকে সতর্ক এবং ১টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানকে সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালন করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বিএসইসির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সেপ্টেম্বরে  সিকিউরিটিজ আইন লঙ্ঘন করার কারণে শান্তা সিকিউরিটিজ লিমিটেড, ফেডারেল সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফিনট্রা সিকিউরিটিজ লিমিটেড, এসআইএম ক্যাপিটাল লিমিটেড, টোটাল কমিউনিকেশন লিমিটেড, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেড, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এরিনা সিকিউরিটিজ লিমিটেড, এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড, এরিস সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, বিআরবি সিকিউরিটিজ লিমিটেড এবং কনমার্ক লিমিটেডকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া, একই মাসে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে শান্তা সিকিউরিটিজের সিইও ও কমপ্লায়েন্স অথরিটি কাজী আসাদুজ্জামান, কমপ্লায়েন্স অফিসার এসএম হাবিবুর রহমান, চট্টগ্রাম ব্রাঞ্চ ইনচার্জ মো. আমিনুল ইসলাম ও একই শাখার কমপ্লায়েন্স অফিসার শারমিন মোর্শেদ; টোটাল কমিউনিকেশনের এমডি মইনুল কাদের, সিইও কাজী জুননুন বশরি, কমপ্লায়েন্স অফিসার, গাউসুল আজম ও বনশ্রী ইনচার্জ মইন কুরশি; কাইয়ুম সিকিউরিটিজের চেয়ারম্যান নূর-ই-নাদিয়া, এমডি নাঈম মো. কাইয়ুম, ডিজিটাল বুথ ইনচার্জ রাকেশ কুমার দেব; ফেডারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ, এমডি, সিএফও ও কোম্পানি সচিব; এসআইবিএল সিকিউরিটিজের সিইও ও কমপ্লায়েন্স অথরিটি ওয়ালিদ মাহমুদ সোবহানি, অনুমোদিত প্রতিনিধি আসমা-উল-হোসনা ও ফখরুদ্দিন মোবারক শাহ; এরিনা সিকিউরিটিজের ধানমন্ডি শাখার ইনচার্জ মো. আল তমাস; বিআরবি সিকিউরিটিজের কমপ্লায়েন্স অফিসার ও অ্যাকাউন্ট ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান; কনমার্কের কমপ্লায়েন্স অফিসার মোহাম্মদ শামসুল আরেফিন ও অ্যাকাউন্টস ইনচার্জ মো. আবুল বাশার; এরিস সিকিউরিটিজের এমডি মাসুদুল হক, কমপ্লায়েন্স অফিসার রাশেদ আহমেদ ও ধানমন্ডি ব্রাঞ্চ ইনচার্জ সাকিব কামার; ইউনাইটেড সিকিউরিটিজের সিইও খাইরুল আনাম চৌধুরী, কমপ্লায়েন্স অথরিটি মাহফুজুর রহমান ও অ্যাকাউন্টস ইনচার্জ মো. এনামুল হক; ফেডারেল সিকিউরিটিজের এমডি ওয়াহিদউল্লাহ শহীদ ও বগুড়া ডিজিটাল বুথ ইনচার্জ মো. শরিফুর রহমান; ফিনট্রা সিকিউরিটিজের এমডি অজিত কুমার বণিক, কমপ্লায়েন্স অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম ও বগুড়া ব্রাঞ্চ ইনচার্জ মিনহাজুর রহমানকে সিকিউরিটিজ সংক্রান্ত আইন যথাযথভাবে পরিপালন করা জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS