বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে জুবায়ের পন্থিদের জোড় ও বিশ্ব ইজতেমা না করার নির্দেশ বয়স্কদের টার্গেট করে অভিনব কৌশলে প্রতারণা চুয়াডাঙ্গায় প্রতারক চক্রের এক সদস্যকে খুঁজছে পুলিশ সুনামগঞ্জের দিরাইয়ের বদলপুর এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে সিএনজির চালকসহ ৫ জন আহত চলতি কর বছরে অদ্যাবধি ৩০ লাখের বেশী করদাতা ই-রিটার্ন দাখিল করেছে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়/২০২৫ সালের ফলাফল ঘোষণা শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিলেন আমীরে জামায়াত কাউখালী উপজেলায় যৌথ বাহিনীর অভিযান ৬৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জন দলীয় সিদ্ধান্ত অমান্য: রুমিন ফারহানাসহ ৯ জনকে বিএনপি থেকে বহিষ্কার নড়াইল ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিএম নাগিব হোসেন

বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিলো ভারত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ Time View

চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনেই পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। তৃতীয় দিন সকালেও সেটা অব্যাহত রাখে ভারত। দাপটের সঙ্গে নিয়ন্ত্রণ নিয়েই ব্যাটিং করছে তারা। শুভমান গিল এবং ঋষভ পান্ত দুজনই তৃতীয় দিন সকাল থেকে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন। দিন শুরুর আধা ঘণ্টার মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন গিল। মেহেদী হাসান মিরাজের একই ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।

এই জুটি ভাঙতে সকাল থেকে একপ্রান্তে মেহেদী হাসান মিরাজ, আরেকপ্রান্তে পেস আক্রমণ চালান নাজমুল হোসেন শান্ত। কিন্তু কোনো সুযোগই তৈরি করতে পারেননি বাংলাদেশের বোলাররা।

হাফ সেঞ্চুরির পর আরও দেখেশুনে খেলেন গিল। সতর্ক হন পান্তও। তবে বাংলাদেশের বোলারদের কোনও দুজগ দেননি এই দুজন। দেখতে দেখতে হাফ সেঞ্চুরি পূরণ করেন পান্ত। ৮৮ বলে হাফ সেঞ্চুরি আদায় করেন এই বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার।

টেস্ট ক্যারিয়ারে নিজের ১২তম হাফ সেঞ্চুরির মাধ্যমে এই ফরম্যাটে নিজের প্রত্যাবর্তন রাঙালেন পান্ত। দিনের ২৪তম ওভারে প্রথম বল হাতে নেন সাকিব আল হাসান। তাকে দেখে যেন মারমুখী হয়ে ওঠেন পান্ত-গিলরা।

চার দিয়ে সাকিবকে স্বাগত জানান পান্ত। হাসান মাহমুদের করা পরের ওভারে পান্তের চার-ছক্কায় ১৩ রান তোলে ভারত। পরের ওভারে (৪৯তম) পান্তের সহজ ক্যাচ মিস করেন নাজমুল হোসেন শান্ত। সাকিবকে স্লগ সুইপ করতে গিয়ে বল উপরে তুলে দেন পান্ত, লং অন থেকে দৌড়ে গিয়ে মিড উইকেটে সেটা লুফে নিতে ব্যর্থ হন বাংলাদেশের অধিনায়ক। ৭২ রানে বেঁচে যান পান্ত।

মধ্যাহ্নভোজের পর আবারও সাকিবের ওপর চড়া হন পান্ত। একই ওভারে চার-ছক্কায় ১১ রান তুলে সেঞ্চুরির কাছে পৌঁছে যান তিনি। সাকিবের পরের ওভারেই সেঞ্চুরি পেয়ে যান পান্ত। ১২৪ বলে পাওয়া সেঞ্চুরিটি তার ক্যারিয়ারের ষষ্ঠতম সেঞ্চুরি। সেঞ্চুরি করার পরের ওভারেই মিরাজের শিকার হন পান্ত। মিরাজকে সজোরে হাঁকাতে গিয়ে কট এন্ড বোল্ড হয়ে ফিরেন পান্ত। ফেরার আগে ১২৮ বল খেলে ১৩টি চার ও চারটি ছক্কায় ১০৯ রান করেন তিনি। পান্তের বিদায়ে ভাঙে গিলের সঙ্গে তার ১৬৭ রানের জুটি।

পান্ত ফেরার একটু পর সেঞ্চুরির দেখা পান গিল। সাকিবের ওভারে টানা দুটি চার মেরে নিজের রান আরও বাড়িয়ে নেন তিনি। ১৬১ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন এই স্টাইলিস ব্যাটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS