তাইওয়ানের উত্তর -পূর্বাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় এ কম্পন অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, তাইপেইতে কম্পনের ফলে ভবনগুলো কাঁপছিল। কিন্তু বড় কোনো ক্ষতি হয়নি।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন (সিডব্লিউএ) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ইউএসজিএস অনুসারে, ভূমিকম্পটি ইলান কাউন্টির প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সমুদ্রে ১১ কিলোমিটার গভীরে আঘাত হেনেছিল।
বিকেল সাড়ে ৫টা নাগাদ তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি একটি বিবৃতিতে বলেছে, ‘বড় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply