লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৯টি উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ জেলার চারটি আসনে ৬৪৭টি স্থায়ী ভোটকেন্দ্রে এবং তিন হাজার ৫৩৬টি স্থায়ী ও অস্থায়ী ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে। এসব কেন্দ্রে ভোট দিবেন জেলার মোট ১৮লাখ ৯ হাজার ৯৫১ জন ভোটার। হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ার মাহমুদ গত ১নভেম্বর এসব ভোটকেন্দ্রে, ভোটকক্ষ এবং হালনাগাদ ভোটার সংখ্যার তথ্য নির্বাচন কমিশনকে পাঠিয়েছে। হালনাগাদ তথ্য অনুযায়ী, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় মোট ভোটারের মধ্যে পুরুষ ৯লাখ ১৩ হাজার ৭৪৭, নারী ৮লাখ ৯৬ হাজার ১৮০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৪ জন। নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে ভোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৩৩ হাজার, নারী ২ লাখ ২৮ হাজার ২৬৮ এবং তৃতীয় লিঙ্গের ৫ জন জন।
এই আসনে ১৭৭টি স্থায়ী ভোটকেন্দ্র এবং ৯০৫টটি স্থায়ী ও ১৪টি অস্থায়ী ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে। হবিগঞ্জ-২ বানিয়াচং -আজমিরীগঞ্জ) আসনে ১৫০টি স্থায়ী ভোটকেন্দ্রে এবং ৭১৮টি স্থায়ী ও ৩৫টি অস্থায়ী ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে। এই দুই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮৯ হাজার ২৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৯৬ হাজার ৮১২, নারী ১লাখ ৯২ হাজার ৪৮৩ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন। জেলা সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসনে ১৩৭টি স্থায়ী ভোটকেন্দ্রে এবং ৭৬৪টি ৪২টি অস্থায়ী ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে। এখানে মোট ৪ লাখ ১৪ হাজার ৯১ জন ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৯ হাজার ৮২৯, নারী ১ লাখ ৫ হাজার ২৪৯ এবং তৃতীয় লিঙ্গের ১৩ জন।
সবচেয়ে বেশি ভোটার রয়েছে চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে। এখানে মোট ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৪০ হাজার ৯০, নারী ২ লাখ ৭১ হাজার ১৮০ এবং তৃতীয় লিঙ্গের ২ জন। এ আসনে ১৮৩টি স্থায়ী ভোটকেন্দ্রে এবং ১ হাজার ১৬টি স্থায়ী ও ৪১টি অস্থায়ী ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply