মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

ইউক্রেনের ১৩০০-র বেশি সেনা হত্যার দাবি রাশিয়ার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

ইউক্রেনের সামরিক অভিযান মোকাবিলায় সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে আরও সেনা পাঠিয়েছে রাশিয়া। ওই অঞ্চলে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। এই লড়াইয়ে এখন পর্যন্ত ইউক্রেনের ১ হাজার ৩০০-র বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি মস্কোর। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দুই বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। গত সপ্তাহে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক শহরে অভিযান শুরু করে ইউক্রেনীয় বাহিনী। এরই মধ্যে তারা এই অঞ্চলের ২০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে বলে খবরে বলা হয়েছে।

রাশিয়াকে অস্থিতিশীল করতে কয়েক হাজার ইউক্রেনীয় সেনা কুরস্কে অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানের ষষ্ঠ দিন রোববার (১১ আগস্ট) দ্য গার্ডিয়ানকে ইউক্রেনের একজন শীর্ষ কর্মকর্তা জানান, আমরা আক্রমণাত্মক অবস্থানে রয়েছি। আমাদের লক্ষ্য শত্রু সেনাদের মোতায়েনকে বিস্তৃত করা ও সর্বাধিক ক্ষতি সাধন এবং রাশিয়াকে অস্থিতিশীল করে তোলা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার (১০ আগস্ট) এই আক্রমণের কথা প্রথমবারের মতো স্বীকার করেন। তিনি বলেন, আমরা যুদ্ধকে আক্রমণকারীর ভূখণ্ডের দিকে ঠেলে দিচ্ছি।

ইউক্রেনের এক কর্মকর্তা দাবি করেছেন, এই অভিযান তাদের মনোবল বাড়িয়েছে এবং ইউক্রেনীয় বাহিনী, রাষ্ট্র ও সমাজের মনোবল বৃদ্ধি করেছে। তিনি আরও বলেন, এটি প্রমাণ করছে, আমরা আক্রমণাত্মকভাবে এগিয়ে যেতে পারি। মনে হচ্ছে রুশরা সমন্বয় ও প্রস্তুতির জটিলতায় ভুগছে।

অভিযান মোকাবিলায় রিজার্ভ সেনা ও অতিরিক্ত সরঞ্জাম পাঠায় রাশিয়ার সেনাবাহিনী। শনিবার রাশিয়া জানায়, ২৫০ ইউক্রেনীয় সেনাকে হত্যা করা হয়েছে। এর ফলে পাঁচ দিনে নিহত মোট সেনার সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫০ জনে।

কুরস্ক অঞ্চলের প্রতিরক্ষায় রাশিয়া ট্যাংক ও রকেট লঞ্চিং সিস্টেমের পাশাপাশি যুদ্ধবিমান ও সামরিক হেলিকপ্টার পাঠিয়েছে বলেও জানা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। এতে রুশ যুদ্ধবিমানকে হামলা চালাতে দেখা যাচ্ছে।

রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের দাবি, রুশ বাহিনীর প্রতিরোধ লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনীর ৬৬টি সাজোঁয়া যান ও ২৯টি ট্যাংক ধ্বংস হয়েছে।

এদিকে প্রায় এক সপ্তাহ ধরে রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাবাহিনীর এই অভিযানে কুরস্কের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছে। রোববার সেসব ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ছবিতে দেখা যাচ্ছে, ইউক্রেনীয় বাহিনীর গোলার আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বহুতল ভবন। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে পুড়ে যাওয়া একটি গাড়ি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ আগস্ট) গভীর রাতে কুরস্কের আঞ্চলিক রাজধানী কুরস্কের একটি বহুতল ভবনে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর আলেক্সেই স্মিরনভ জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

স্মিরনভ আরও জানান, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অস্থায়ী বাসস্থানের প্রস্তাব দেয়া হয়েছে। তবে তারা এর পরিবর্তে তাদের আত্মীয়দের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বাসিন্দারা ক্ষতিপূরণ পাবেন বলেও জানান স্মিরনভ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS