কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নদ নদীর পানি বৃদ্ধির ফলে বন্যায় তলিয়ে গেছে জেলার বেশ কিছু গ্রাম, রাস্তাঘাট, স্কুল কলেজ এবং বাড়িঘর। পানি বন্দী বিপুল সংখ্যক মানুষের জন্য এই মুহুর্তে প্রয়োজন খাদ্য দ্রব্য এবং বিশুদ্ধ পানি। তাদের এই বিশেষ প্রয়োজনে ত্রান নিয়ে পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক, মেধাবী ছাত্র নেতা মো: আশিকুর রহমান আশিক।
গতকাল সকাল ১১ টায় দুই শতাধিক প্যাকেট খাদ্য দ্রব্য যার মধ্যে ছিলো শুকনা মুড়ি, চিড়া, বিস্কুট, রুটি, মোমবাতি, দেয়াশলাই, স্যালাইন, ঔষধ ও বিশুদ্ধ পানির বোতল বিতরন করেন।
এসময় কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক আশিক জানান, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোন দূর্যোগ বা প্রয়োজনে সবসময় জনগনের পাশে দাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আমি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারন সম্পাদক শেখ ইনান ভাইয়ের নির্দেশক্রমে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বন্যার্তদের পাশে প্রয়োজনীয় ত্রান সামগ্রী নিয়ে দুইশত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও যেকোন প্রয়োজনে আমাদের এই ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply