ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞ চলছেই। এখনও প্রতিদিনই মরছে নিরীহ ও নিরস্ত্র মানুষ। শোক আর যন্ত্রণার যেন শেষ নেই গাজাবাসীর। নজিরবিহীন এই বিপর্যয়ের মধ্যেই এলো পবিত্র ঈদুল আজহা। ঈদুল ফিতরের মতো এবারও দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েই কুরবানির ঈদ উদ্যাপন করতে চলেছে বিশ্বের কোটি কোটি মুসলিম।
মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুটি-ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঈদুল আজহা কোরবানির ঈদ নামেও পরিচিত। জিলহজ মাসের ১০ তারিখ পবিত্র ঈদুল আজহা পালিত হয়। সেই হিসেবে আগামী রোববার (১৬ জুন) মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশে ঈদুল আজহা উদ্যাপিত হবে।
শুক্রবার (১৪ জুন) এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় কমপক্ষে ৩৭ হাজার ২৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ৮৫ হাজারের মতো।
গাজায় ইসরাইলের ভয়াবহ হামলায় সবচেয়ে ঝঁকিপূর্ণ সময় পার করছে শিশুরা। এ হামলায় উপত্যকাটির অন্তত ৩ হাজার শিশু পঙ্গু হয়েছে। এ পঙ্গুত্বের ভার সারা জীবন বইতে হবে শিশুগুলোর।
গত আট মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতের মধ্যে গাজাবাসী পার করেছে পবিত্র রমজান ও ঈদুল ফিতর। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। কিন্তু মুসলমানদের অন্যতম বৃহৎ এই উৎসব ঘিরে গাজার শিশুদের মাঝে আনন্দের লেশ মাত্র নেই। ভর করছে দুঃখ ও যন্ত্রণা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা একটি ভিডিওতে গাজার একজন শিশুকে বলতে শোনা যায়, ‘গাজায় ঈদ উদ্যাপন বা আনন্দ করার মতো কোনো কিছুই আর অবশিষ্ট নেই।’
ফিলিস্তিনি ওই শিশুটির ভাষ্যমতে, মাস নয়, আমরা আশা করেছিলাম যে যুদ্ধ কয়েকদিন বা সপ্তাহ স্থায়ী হবে। আমরা এরই মধ্যে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর পার করেছি। কিন্তু আমরা সেগুলো উদ্যাপন করতে পারিনি।
শিশুটি আরও বলে, এখন ঈদুল আজহা প্রায় চলে এসেছে। কিন্তু উদ্যাপন করার মতো আমাদের কাছে কিছুই নেই। না আছে কোরবানির জন্য পশু আর না আছে নতুন পোশাক কেনার জন্য অর্থ। হত্যা আর ধ্বংস ছাড়া আমাদের আর কিছুই নেই। শোক আর যন্ত্রণার মাঝেই ঈদ এলো ।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, শিগগিরই তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখছেন না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, বৈশ্বিক সমর্থনে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবটি ইসরাইল ও হামাস পুরোপুরি গ্রহণ করেনি।
বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ জুন) ইতালিতে জি-৭ শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক নেতারা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। শিগগিরই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যাবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘না, সম্ভাবনা নেই। তবে আমি আশা হারাইনি।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply