নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা’ সংকট ও উত্তরণের উপায় শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি’র সভাপতিত্বে উক্ত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড মইনুল ইসলাম।
তোফাজ্জল হোসেন মানিক মিঞা মিলনায়তনে আয়োজিত উক্ত সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর অধ্যাপক ড মোহাম্মদ ফরাসউদ্দিন ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড সুশান্ত দাস।
সভায় বক্তাগন বর্তমান বিশ্ববাজারে চলমান অর্থনৈতিক সংকট বাংলাদেশের বর্তমান বাস্তবতা ও এর থেকে উত্তরণের উপায় বিষয়ে আলোচনা করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply