রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে ইউক্রেনকে ৬২ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যু্ক্তরাজ্য। মঙ্গলবার (২৩ এপ্রিল) ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ঘোষণা দিয়েছেন।
এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ৬২ কোটি ডলারের এ সহায়তা প্যাকেজের আওতায় ৪০০টি যানবাহন, ৬০টি নৌকা, এক হাজার ৬০০টি গোলাবারুদ এবং ৪০ লাখ রাউন্ড গোলাবারুদ রয়েছে।
ব্রিটিশ সরকার জানায়, সামরিক সহায়তার এই চালানটিতে ব্রিটিশ স্টর্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও থাকবে। এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল)। এটি রুশ লক্ষ্যবস্তুতে কার্যকরভাবে আঘাত করতে সক্ষম।
নতুন এ সহায়তা প্যাকেজ ঘোষণার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
প্যাকেজটি নিশ্চিত করার বিষয়ে মঙ্গলবার সকালে জেলেনস্কির সঙ্গে কথা বলেছিলেন সুনাক। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, এদিন বিকেলে ওয়ারশ সফরের সময় পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক এবং ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে দেখা করার পর এই প্যাকেজটি ঘোষণা করবেন।
এর আগে, শনিবার (২০ এপ্রিল) মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ইউক্রেনের জন্য বহুল প্রতীক্ষিত ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বিল পাস হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply