শিক্ষক নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গের প্রায় ২৬ হাজার উচ্চ মাধ্যমিকের শিক্ষকের চাকরি অবৈধ ঘোষণা করে তা বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সোমবার (২২ এপ্রিল) আদালত এ রায় দেন।
সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়ে বলেন, ২০১৬ সালের নিয়োগের পর থেকে এ পর্যন্ত যারা চাকরির নিয়োগ পেয়েও চাকরি পাননি তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে এবং সেটাও আগামী চার সপ্তাহের মধ্যে।
পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই কারাগারে রয়েছেন রাজ্যটির সাবেক তৃণমূল নেতা ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুধু তাই নয় মমতা প্রশাসনের শিক্ষা দফতরের প্রায় ডজন খানেক শীর্ষ সরকারি কর্মকর্তা ও জেলে রয়েছেন। আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগ মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
এর আগে একইভাবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হওয়ার অভিযোগে প্রায় ১৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন। যদিও ওই মামলায় পরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলে শিক্ষকরা তাদের চাকরি অব্যাহত রেখেছেন।
তবে নতুন করে কলকাতা হাইকোর্টের এত সংখ্যক উচ্চমাধ্যমিকের শিক্ষকের চাকরি খারিজের সিদ্ধান্ত অভিযুক্ত শিক্ষকদের বড়সড় অনিশ্চয়তার মধ্যে ফেলল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ থাকায় রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস ও চলমান নির্বাচনকালে বিরোধীদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
যদিও তৃণমূলের পক্ষে এখনো এ বিষয়ে কোনো বিবৃতি জারি করা হয়নি। তবে গণমাধ্যমের দাবি, সোমবার সকালেই বিষয়টি নিয়ে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply