 
																
								
                                    
									
                                 
							
							 
                    নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে নিজের বাড়িতে ওয়াইফাই রাউটার সংযোগের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত রাকিবুল হাসান রাব্বি (২৪) নবাবগঞ্জ উপজেলার মালারপাড়ার এনামুল হকের ছেলে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে নিজের বাড়িতে ওয়াইফাই সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিবুল হাসান রাব্বি নামে একজন যুবক মারা গেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেবেন তারা।
এদিকে দুর্ঘটনাজনিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ইনচার্জ তাওহীদুল ইসলাম।
 
                                 
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply