 
																
								
                                    
									
                                 
							
							 
                    নিজস্ব প্রতিনিধিঃ সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও ভিজিডির এক হাজার ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব একেএম আনিসুজ্জামান সাক্ষরিত এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়।
ওই আদেশে বলা হয়, হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ানের বিরুদ্ধে ভিজিডির এক হাজার ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সেখানে আরও বলা হয়, কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না এ মর্মে ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক দিনাজপুরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছ।
 
                                 
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply