শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ধানের শীষের গণসংযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু: দ্রুত’নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও শান্তি -শৃংখলা প্রতিষ্ঠা পাবে

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু শুক্রবার (১১টা) সকালে চুয়াডাঙ্গা শহরের নিউ মার্কেট, আব্দুল্লাহ সিটি ও জান্নাতুল মাওলা গোরস্থান জামে মসজিদ এলাকা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। এসময় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তার সাথে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পথসভায় শামসুজ্জামান দুদু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল মনে করছে বিএনপি নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করবে, আর তারা বিরোধী দলে যাবে। তাই তারা মনে করছে বিরোধীদল না হয়ে তারা সরকার গঠন করবে, না হলে তাদের ভবিষ্যৎ ভালো হবে না।

জামায়াত ইসলাম, এনসিপি সহ অন্যান্য ছোট দলগুলো নির্বাচন বানচাল বা ঠেকানোর কৌশল অবলম্বন করছে। তারা এক ধরনের প্রচার নিয়ে আসছে, যার মধ্যে অন্যতম হলো পিআর (PR) পদ্ধতি, যা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল ও জনগণের কাছে অবগত নয়। তিনি মনে করেন, এই পদ্ধতি ভালো হলে তা রাজনৈতিক সরকারের মাধ্যমে আসতে হবে, কিন্তু তারা শুনতে রাজি নন, তারা আবার গণভোট দাবি করছেন, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো প্রয়োজনই নেই। জাতীয় সংসদ নির্বাচন ব্যতীত সংবিধান সংস্কার বা নতুন আইন করা ঠিক হবে না। এটি তারা বুঝতে চাচ্ছেন না, বিএনপি ছাড় দিয়ে বলছে, যদি গণভোট করতে হয় তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দুটি ব্যালট হতে পারে, এর মাধ্যমে মীমাংসা সম্ভব, তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য উদগ্রীব, জনগণ নতুন ব্যবস্থাপনায় যেতে চায়। বিএনপি ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে, যাতে একটি ভালো নির্বাচন হয় এবং সাধারণ মানুষ ভোট দিতে পারে। তিনি বিশ্বাস করেন, যত দ্রুত নির্বাচনে যাওয়া যাবে, তত দ্রুত গণতন্ত্র ফিরে আসবে। নির্বাচিত সরকার যেভাবে সংকট মোকাবেলা করতে পারে এবং দেশের স্বাধীনতা রক্ষা করতে পারে, অন্য কোনো সরকার তা পারে না। তাই স্বাধীনতা ও সকল কিছু পরিচালনার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।

শামসুজ্জামান দুদু এসময় ফ্যাসিস্ট শেখ হাসিনার ব্যাপক সমালোচনা করেন, তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা বিগত ১৭ বছরে সারাদেশে গণহত্যা চালিয়েছেন এবং লুটপাট করেছেন, যা এর আগে কেউ করেনি। ২৪ সালের গণঅভ্যুত্থান ও ৫ আগস্টের মাধ্যমে তার দলবল পালিয়েছে। যদি শেখ হাসিনার হিম্মত থাকে, এখন তার কোর্টে হাজির হয়ে মামলা লড়াই করুক, যেমনটি বেগম খালেদা জিয়া এবং মির্জা ফখরুল সহ নেতাকর্মীরা মোকাবেলা করেছেন। হাসিনার মিথ্যা মামলায় সারাদেশে ৬০ লক্ষ মামলার মধ্যে ৫০ হাজার মামলা বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ছিল এবং এখনো অনেক নেতাকর্মীর মামলা প্রত্যাহার করা হয়নি। বিএনপি মনে করে যারা লুটপাটকারী এবং গণহত্যাকারী, তাদের বিচার অবশ্যই হবে,

গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কার্যকরী সদস্য অ্যাডভোকেট বদিউজ্জামান, বিএনপি নেতা অ্যাডভোকেট মইনুল হোসেন ও বোরহান উদ্দিন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আবু জাফর, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি, প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS