মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পাট উৎপাদনকারী চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট ও বীজ উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে “সোনালি আশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” শীর্ষক উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এবং সম্প্রসারণ প্রকল্প (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মসূচিতে ৭৫ জন পাট চাষীকে প্রশিক্ষণ ও উপকরণ দেওয়া হয়।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অশীম কুমার মালাকার এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ।
উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তপন কুমার রায়ের পরিচালনায় প্রশিক্ষক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো: শাহ আলম, বিএডিসি এর উপ-পরিচালক মো: মজহারুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শরিফুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রশিক্ষণার্থীরা ছাড়াও পাট অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে পাটখাতকে দেশের রপ্তানির অন্যতম প্রধান আয়ের উৎসে পরিণত করা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট চাষ করলে উৎপাদন বাড়বে, কৃষকের আয়ও বৃদ্ধি পাবে। বীরগঞ্জের চাষীরা যদি আগ্রহ ও নিষ্ঠার সঙ্গে এই প্রশিক্ষণ কাজে লাগান, তাহলে এই এলাকার পাট আবারও দেশের সেরা পাট হিসেবে স্বীকৃতি পেতে পারে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের পাটচাষী রাজ কিশোর কুমার রায় বলেন, আগে আমরা পুরনো নিয়মে পাট চাষ করতাম, ফলে উৎপাদন কম হতো। আজকের প্রশিক্ষণে নতুন অনেক কিছু শিখেছি বীজ সংরক্ষণ, রোগ প্রতিরোধ ও মানসম্মত আঁশ পাওয়ার পদ্ধতি। এটা আমাদের চাষাবাদে অনেক সাহায্য করবে।
একই ইউনিয়নের রসুলপুর গ্রামের পাটচাষী রাজেন্দ্র মহন্ত বলেন, এমন প্রশিক্ষণ নিয়মিত হলে আমরা আরও বেশি পাট উৎপাদন করতে পারবো। সরকারের পক্ষ থেকে উপকরণ সহায়তা পাওয়ায় আমরা উৎসাহিত হই।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply