সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর ২২ টাকা ৭০ পয়সা বা ৪ দশমিক ৪৮ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ০৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা রিংসাইন টেক্সটাইলের শেয়ার দর ৩ দশমিক ৭০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইবিএল এনবিআর মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, বাংলাদেশ ফাইন্যান্স, ডমিনেজ স্টিল, আজিজ পাইপস এবং নিউলাইন ক্লোথিংস লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply