 
																
								
                                    
									
                                 
							
							 
                    নিজস্ব প্রতিনিধিঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে দিনাজপুর বাসী।
বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরের রাত ১২টা ১মিনিটে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শাকিল আহমেদ এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ এর নেতৃত্বে পুলিশ বিভাগ, জেলা প্রশাসকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব ছাড়াও সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন একে একে শহরের গোর এ শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় শহিদবেদীতে শ্রদ্ধা জানান।
এছাড়াও দিবসের দ্বিতীয় প্রহরে সকাল সাড়ে ৮টায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মীর অংশগ্রহণে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রভাতফেরী শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এর নেতৃত্বে অন্যান্য নেতাকর্মী।
এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনগুলো।
দিবসটি পালনে সারাদিন ব্যাপী জেলা প্রশাসন শিশুদের কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন, আলোকচিত্র প্রদর্শনী, ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন বরাবরের মতোই থাকছে।
এরপর সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
 
                                 
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply