স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৪। গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ব্যবসা-বাণিজ্য সম্প্রসাণের লক্ষ্যে মাসব্যাপী এ শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়। মাসব্যাপী এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের ঐতিহ্যবাহী স্বাধীনতা প্রাঙ্গন মাঠে গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহানের সভাপতিত্বে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য শাহ্ সরোয়ার কবীর।
মেলায় রয়েছে ৭০টি স্টল। এসব স্টলে থাকছে দেশি বিদেশি সকল পণ্য। প্রসাধনী সামগ্রী, শাড়ি-কাপড়, ছোট, বড়দের তৈরি পোশাক-পরিচ্ছদ, ইলেক্ট্রনিক তৈজসপত্র, হস্তশিল্প, ছোটদের খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য। পোশাক, ইলেক্ট্রনিক যন্ত্র, ছোটদের খেলনা সামগ্রী। এছাড়া রয়েছে নাগরদোলা, ট্রেনসহ বিনোদনের জন্য রয়েছে ১২টি রাইড।
গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপিত বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান বলেন, জেলায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসাণের লক্ষ্যে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে শাড়ি, থ্রিপিচসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সমাহার ঘটেছে। সেই সাথে শিশুদের জন্য নাগরদোলাসহ রাখা হয়েছে বিনোদনের ব্যবস্থা। শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা করছেন সৈয়দ মনতাজুল ইসলাম মমতা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply