নিজস্ব প্রতিনিধিঃ শীতের তীব্রতা কমেছে দিনাজপুর জেলায়। বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শীতের দাপট কমায় স্বস্তি ফিরেছে জনজীবনে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অধিদপ্তর।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, আজ সকাল ৬টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৮৭ শতাংশ। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ।
হিলি থেকে একজন বলেন, তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজও শীত অনেকটা কম। তাই স্বাভাবিকভাবে কাজ করতে পারছি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply