নিজস্ব প্রতিবেদকঃ আজ ২১ জানুয়ারী-২৪, রোববার আটক মৌলভীবাজার ও কুলাউড়া বিএনপির রাজবন্দীদের খোঁজ-খবর নেয়ার জন্য মৌলভীবাজার জেলা কারাগারে যান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি, কুলাউড়ার আপোষহীন নেতা এড. আবেদ রাজাসহ বিএনপি নেতৃবৃন্দ।
তারা কারাগারে মিথ্যা রাজনৈতিক মামলায় আটক জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম, কুলাউড়া বিএনপি নেতা মইনুল হক বকুল, বরমচালের আক্তার মিয়া, যুবদল নেতা পৃথিমপাশার তারেক, রাজনগরের রুসন আলী,কর্মধার মোঃ মাসুদ, ব্রাম্মণবাজারের মোঃ সোহেল, ছাএ দলের আতিকুল ইসলাম আতিক, তানজিল হাসান খান, হাবিবুর রহমান টিপু প্রমুখ।
সাক্ষাতে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্সসহ বদরুল হোসেন খান, ইউপি সদস্য সয়ফুল আহমদ ও আঃ মোকতাদির মনু,সরওয়ার আলম বেলাল, সুরমান আহমেদ, পৌর বিএনপির শামিম আহমদ, কৃষক দলের আঃ করিম কালা,ছাএ দলের উপজেলা আহ্বায়ক সুলতান আহমদ টিপু, কলেজ ছাএদলের আহ্বায়ক মৌসুম সরকার, শ্রমিক দলের রুহুল আমিন, মিডিয়া সম্বনয়ক শাহরিয়ার হাসান চৌধুরী প্রমুখ।

নেতৃবৃন্দরা সকল রাজবন্দীদের মুক্তি দাবী এবং অবৈধ দখলদার সরকারের পতন আন্দোলনকে জোরদার করার আহ্বান জানান। এড আবেদ রাজা ও সুফিয়ান আহমেদ প্রিন্স জেল গেইটে উপস্থিত সাংবাদিকদের ব্রিফও করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply