গাইবান্ধার ৫টি আসনের ৩৫ জন প্রার্থীর মধ্যে ২৪ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের (কাস্টিং ভোট) ৮ ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে।
গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনটিতে গোলাম আহসান হাবীব মাসুদ ভোট পেয়েছেন দুই হাজার ৪৩১, বাংলাদেশ কল্যাণ পার্টির আইরিন আক্তার হাতঘড়ি প্রতীকে ১৯২ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের খন্দকার রবিউল ইসলাম ছড়ি প্রতীকে ১২০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মর্জিনা খান আম প্রতীকে ২৭০ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের আবু বক্কর সিদ্দিক গামছা প্রতীকে ৭৬৪ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ফকরুল হাসান ডাব প্রতীকে ৮২৪ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের ওমর ফারুক সিজার টেলিভিশন প্রতীকে ৬৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে জয়নাল আবেদীন পান ৩২৩ ভোট। তারা সবাই জামানত হারিয়েছেন।
গাইবান্ধা-০২ (সদর) আসনে ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান খাঁন আম প্রতীকে পেয়েছেন ১৯৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মাসুমা আকতার ঈগল প্রতীকে ১৬৯ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দলের গোলাম মারুফ মনা মশাল প্রতীকে ৫১০ ভোট পেয়ে জামানত হারান।
গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ ৫৪৯ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দলের মশাল প্রতীকে এসএম খাদেমুল ইসলাম খুদি সাত হাজার ১৬৭ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মইনুর রাব্বী চৌধুরী পেয়েছেন সাত হাজার ৪৬৫ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকে জাহাঙ্গীর আলম ১৫০ ভোট। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের নোঙ্গর প্রতীকে মনজুরুল হক ২২৫ ভোট। বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকে মাহামুদুল হক দুই হাজার ১৮৩ ভোট। কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে মোস্তফা মনিরুজ্জামান ১৮৭ ভোট ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাহারিয়া খাঁন বিপ্লব- ট্রাক প্রতীকে চার হাজার ১৯২ ভোট পান। তারা সবাই জামানত হারিয়েছেন।
গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনটিতে জাতীয় পার্টির কাজী মো. মশিউর রহমান ৪ হাজার ৩০৮ ভোট পেয়ে জামানত হারান।
গাইবান্ধা-০৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির আতাউর রহমান লাঙ্গল প্রতীকে ৭১১ ভোট। বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম কুলা প্রতীকে ১০৪ ভোট পান। ন্যাশনাল পিপলস পার্টির ফারুক মিয়া আম প্রতীকে ১৪৬ ভোট। স্বতন্ত্র শামসুল আজাদ শীতল ঈগল প্রতীকে ১১০ ভোট পেয়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply