জয়পুরহাট প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সামসুল আলম দুদু। তিনি পেয়েছেন ৯৬ হাজার ০১ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাতে জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
জয়পুরহাট-১ আসনে মোট ভোটার চার লাখ ৪৩ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৪৪ জন ও নারী ভোটার ২ লাখ ২২ হাজার ৬৭৭ রয়েছে। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।
এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। আসনটির ১৫১ ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে জয়পুরহাট সদরে ৮২টি কেন্দ্র ও পাঁচবিবি উপজেলায় ৬৯টি কেন্দ্র। এখানে প্রতিদ্ব›দ্বীতা করছেন ৭ জন প্রার্থী।
জয়পুরহাট-১ আসনে ভোটের হার ৩৭% বলে জানা গেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply