জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল, কালাই) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবু সাইদ আল-মাহমুদ স্বপনের দুইটি নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
সোমবার রাত পৌনে দশটার দিকে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের খাঁপাড়া এবং শৃগালদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
দলীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়নের খাঁপাড়া এবং শৃগালদিঘী গ্রামে নৌকা মার্কার প্রার্থী আবু সাইদ আল-মাহমুদ স্বপনের দুইটি নির্বাচনী ক্যাম্প ছিল। সোমবার রাতে দূর্বৃত্তরা ওই দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়। এতে ওই ক্যাম্পগুলোর নির্বাচনী সরঞ্জাম, পোষ্টার এবং বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।
রায়কালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, গত রাতে দলীয় লোকজন ক্যাম্প থেকে চলে যাওয়ার পর খাঁপাড়া নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দূর্বৃত্তরা। স্থানীয় পথচারী আগুন দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা এসে আগুন নিভিয়ে ফেলি। ততক্ষণে সমস্ত ক্যাম্প পুড়ে যায়। এর কিছু পর প্রায় আধা কিলোমিটার দূরে শৃগালদিঘী ক্যাম্পেও আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ রাতেই দুটি ঘটনাস্থল পরির্দশন করেছে। পুলিশ খাঁপাড়া নির্বাচনী ক্যাম্প থেকে একটি ম্যানিব্যাগ পেয়েছে।
আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী বলেন, সোমবার রাতে আমাদের দুইটি নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে ওই ক্যাম্পের বেশ কিছু মালামাল পুড়ে গেছে। বিষয়টি নিয়ে আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। রায়কালী ইউনিয়নে আধা কিলোমিটার দূরত্বে নৌকা প্রতীকের দুটি নির্বাচনী ক্যাম্প আগুনে পুড়েছে। পুলিশ একটি ক্যাম্প থেকে ম্যানিব্যাগ জব্দ করেছে। তবে এঘটনায় এখনো কেউ থানায় মামলা দায়ের করেননি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply