নিজস্ব প্রতিবেদকঃ ‘চায়না-বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছে বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারী বাণিজ্যিক ব্যাংক “দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি”।
সম্প্রতি রাজধানীর হোটেল র্যাডিসনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ সম্মাননা গ্রহণ করেন চাইনিজ এম্বাসি কমার্শিয়াল কাউন্সিলর সং ইয়াং এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অতিরিক্ত পরিচালক অভিজিৎ চৌধুরী এর কাছ থেকে।
অনুষ্ঠানে ঢাকায় চীনা রাষ্ট্রদূত মাননীয় ইয়াও ওয়েন, সিইএবির প্রেসিডেন্ট কে চিয়াংলিয়াং, বিসিসিসিআইয়ের সাধারণ সম্পাদক আল মামুন মৃধা, প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সেকান্দার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাসিম সেকান্দার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, তৌহিদুল আলম খান, এফসিএমএ, সিএসআরএ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) ও চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply