নিজস্ব প্রতিবেদকঃ শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ গত ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখে ঢাকাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালক জনাব মোঃ জবদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মোঃ সিদ্দিকুর রহমান। ব্যাংকের সিএফও মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট-এর প্রধান মোঃ মোহন মিয়া।
উক্ত সম্মেলনে ব্যাংকিং ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল, নীতিমালা ও এর প্রায়োগিক বিষয়সমূহের উপর গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এস. এম. খালেদ আব্দুল্লাহ এবং মোঃ আতিকুর রহমান।
সম্মেলনে স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, শাখা প্রধান, শাখা উপ-প্রধান, শাখা বিনিয়োগ প্রধান এবং প্রধান কার্যালয়ের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের সকল কর্মকর্তাসহ চার শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply