হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় উদ্দীপ্ত তরুণ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার সরকারি আলিমুদ্দিন কলেজ হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির উদ্বোধন করেন সরকারি আলিমুদ্দিন কলেজ এর ইংরেজি বিভাগীয় প্রধান আনিছার রহমান।
উদ্দীপ্ত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক তাজিম এর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি লিয়ন মিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন, সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রওশন হাবীব খাঁন মানিক, সরকারি আলিমুদ্দিন কলেজের প্রভাষক গোলজার আলম খাঁন, প্রভাষক মিজানুর রহমান মিজান, সিন্দুর্ণা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সেলিম, হেল্প বিনামূল্যে রক্তদান সংগঠনের সভাপতি ফরহাদ হোসেন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের সাবেক ১নং যুগ্ম আহবায়ক ও উদ্দীপ্ত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা নাজির আহমেদ, সিন্দুর্ণা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর আজম খাঁন হৃদয় প্রমূখ।
উল্লেখ্য, সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য সড়ক দুর্ঘটনা রোধে গণসচেতনতা, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা, মাদক বিরোধী গণসচেতনতা, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ করা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply