নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস্ অ্যাসোসিয়েশন (বাফেদা)-এর উদ্যোগে ‘ সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম ১৫ অক্টোবর ২০২৩, রবিবার ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
আইবিটিআরএর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে.এম. মুনিরুল আলম আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফেদার এক্সিকিউটিভ সেক্রেটারি মুহাম্মদ আবুল হাশেম ও বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসি ডিপার্টমেন্টের ডাইরেক্টর মুহাম্মদ আবদুল কাইয়ুম।
সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ প্রোগ্রামে বিভিন্ন তফসিলি ব্যাংকের ৫৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply