নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ-এর সহ-সভাপতি হিসেবে আমি স্বপন কুমার সাহা গত ১২ বছর দায়িত্ব পালন করেছি। দেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে স্বাধীনতার স্বপক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ধারণ করতে পারেনি। তাই আমি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ থেকে পদত্যাগ করেছি। আমি নতুন ‘ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী)’ নামক একটি দলের আত্ম প্রকাশ করেছি। আমাকে সভাপতি করে এই নতুন পার্টির ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই পার্টির নতুন আত্মপ্রকাশ উপলক্ষে আগামী ১২ অক্টোবর সাংবাদিক সম্মেলন করা হবে।
শোক বার্তা: বীর মুক্তিযোদ্ধা, কবি, সমাজ বিশ্লেষক ও রাজনীতিবিদ আবদুল মতিন মাস্টার ছাবরী ঢাকায় গত বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শুক্রবার গাজীপুর খান হাই স্কুল মাঠে সকাল ১১ টায় জানাজা শেষে মরহুমের নিজ গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানা বর্তমান তিতাস উপজেলার নিভৃত গ্রাম কানাই নগরে পবিত্র জুমার নামাজের পর দাফন করা হয়। ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী)র সভাপতি স্বপন কুমার সাহা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক-সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply